জনগণের প্রতিরোধের মুখে সরকার পদত্যাগ করবে

শ্রমিক দলের প্রস্তুতি সভায় ডা. শাহাদাত

| শনিবার , ১৫ জুলাই, ২০২৩ at ৯:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচনের কথা বলে আর রেহাই পাওয়া যাবে না। সেটা ভুলে যান। জনগণ জেগে উঠেছে, শেখ হাসিনার অধিনে কোন নির্বাচন হতে দেওয়া হবেনা। জনগণের প্রতিরোধের মুখে শেখ হাসিনাকে পদত্যাগ করতেই হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তিনি গতকাল শুক্রবার দক্ষিণ বাকলিয়া চর চাক্তাই নয়া মসজিদ সংলগ্ন মাঠে আগামী ১৬ জুলাই চট্টগ্রাম বিভাগীয় মেহনতি শ্রমিক জনতার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বাকলিয়া থানা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এর আগে তিনি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর কৃষক দল ও মহানগর শ্রমিক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এত প্রধান বক্তার বক্তব্য চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সদস্য সচিব আবুল হাশেম বক্কর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান। বাকলিয়া থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম আই চৌধুরী মামুনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. আলমগীরের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ইয়াসিন চৌধুরী আসু, নবাব খান, আমিন মহামুদ, ইব্রাহীম বাচ্ছু, অধ্যাপক খোরশেদ আলম, আলমগীর নূর, আলি ইউসুফ, হাসেম সওদাগর, মো. সেকান্দর, আবদুল্লাহ আল সগির, ইয়াকুব চৌধুরী নাজিম, হাজী এমরান, এস এম সেলিম, এ টি এম ফরিদুল আলম, হাজী ইউনুস, হাজী আবদুস সবুর, আরিফুল ইসলাম ডিউক, নাজিমুল হক নাজু, আসাদুর রহমান টিপু, নজরুল ইসলাম লেদু, হাজী মো. মুছা, দুলাল সওদাগর, আবু বক্কর, মো. নবী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীর কোলে সবুজের আঁচলের ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধশ্রমিকদলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করবে মেহনতি জনতা