ছুটির দিনে ভিড়

রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:১২ পূর্বাহ্ণ

ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার। চারদিনব্যাপী এই মেলায় গতকাল শুক্রবার দ্বিতীয় দিন বিভিন্ন বয়সী নারীপুরুষ পছন্দের আবাসনের খোঁজে নগরীর রেডিসন ব্লুর মেলা প্রাঙ্গণে ছুটে আসেন। একই ছাদের নিচে অনেকগুলো প্রতিষ্ঠান থাকায় ক্রেতাদর্শনাথীরা ফ্ল্যাট বাসার সুবিধা অসুবিধাগুলো জেনে নেন। এ সময় মেলায় অংশগ্রহণকারী স্টলের বিক্রয়কর্মীরা ক্রেতাদের বিরতিহীনভাবে তাদের বিভিন্ন প্রজেক্ট নিয়ে বিশদ ব্যাখ্যা দেন। গতকাল শুক্রবার বিকেলে সরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, ছুটির দিন হওয়ায় মেলা প্রাঙ্গণ ক্রেতা দর্শণার্থীদের ভিড় ছিল লক্ষ্যণীয়। অনেকে এসেছেন পরিবার নিয়ে। এদের একজন আশরাফুল মারুফ। তিনি বলেন, আমি ওমান প্রবাসী। কিছুদিন আগে দেশে এসেছি। অনেকদিন ভাবছিলাম একটি ফ্ল্যাট কিনবো। কিন্তু কোন প্রতিষ্ঠান থেকে নেবো, সেটি নিয়ে ধোয়াশাতে পড়ে যাই। রেডিসনে রিহ্যাবের মেলা হচ্ছে জেনে ছুটে এলাম। এখানে এক সাথে অনেকগুলো প্রতিষ্ঠান আছে। এছাড়া শুনেছিফ্ল্যাটের ক্রয়মূল্যের ওপর ডিসকাউন্টও দেয়া হচ্ছে।

সরকারি চাকরীজীবী মো. ফরিদ উদ্দিন বলেন, রেডি ফ্ল্যাটের বিষয়ে খোঁজ নিতে এসেছি। তবে দাম অনেক বেশি মনে হচ্ছে। জানা গেছে, ১৫তম রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারে গোল্ড স্পন্সর হিসেবে দুটি প্রতিষ্ঠান, কোস্পন্সর হিসেবে ১৭টি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ৬টি এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠান ৫টিসহ মোট ৪৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। ফেয়ারে গোল্ড স্পন্সর হিসেবে রয়েছেউইকন প্রপার্টিজ লিমিটেড এবং আরএকে সিরামিকস্‌ বাংলাদেশ লিমিটেড। কোস্পন্সর হিসেবে থাকছেসেনা কল্যাণ কনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্টস লিমিটেড, ফিনলে প্রপার্টিজ লিমিটেড, এয়ারবেল ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড, এপিএল হোল্ডিংস লিমিটেড, সাইন ম্যাট্রিঙ বিল্ডার্স লিমিটেড, পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেড, সাফ হোল্ডিংস লিমিটেড, স্যানমার প্রপার্টিজ লিমিটেড, সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড, এপিক প্রপার্টিজ লিমিটেড, র‌্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেড, মুনতাসির লিভিং লিমিটেড, ইক্যুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড, জুমাইরাহ হোল্ডিংস লিমিটেড, সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড, কনকর্ড রিয়েল এস্টেট এন্ড বিল্ডি প্রোডাক্টস লিমিটেড। মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতাদর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। আগত দর্শকদের জন্য র‌্যাফল ড্র এর মাধ্যমে প্রতিদিন থাকছে আকর্ষণীয় পুরস্কার। মেলায় সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা এবং মাল্টিপল টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল টিকিট দিয়ে মেলার সময় দর্শনার্থীরা ৪ বার প্রবেশ করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধহৃদরোগ চিকিৎসার সক্ষমতা এখন ৯৮ শতাংশ : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধদুই পক্ষে ফের সংঘর্ষ, হল প্রভোস্টের কক্ষ ভাঙচুর