ছাত্র ইউনিয়ন পাহাড়তলী শাখার কাউন্সিল

| শনিবার , ২৩ মার্চ, ২০২৪ at ৫:৩২ পূর্বাহ্ণ

দক্ষিণ কাট্টলিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলাস্থ পাহাড়তলী থানা শাখার কাউন্সিল গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে শুভ দেবনাথকে সভাপতি, মো. সুমন রাহমানকে সাধারণ সম্পাদক ও প্রিন্স দাশকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিল হাউজে কাউন্সিলররা প্রস্তাবিত রিপোর্টের ওপর রাজনৈতিক, সাংগঠনিক আলোচনা করেন। পরে কাউন্সিলররা বিষয় নির্বাচনী কমিটির প্রস্তাবিত নতুন থানা কমিটি নিয়ে আলোচনা করেন এবং সবার মতের ভিত্তিতে ১৫ সদস্যের থানা কমিটি পাশ করানো হয়। নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান পাহাড়তলী থানা ছাত্র ইউনিয়নের সদ্য বিদায়ী সভাপতি ডেনি বিশ্বাস। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি নিশান রায়, দুর্বার দেবনাথ, সৌমেন দাশ, সহসাধারণ সম্পাদক বর্ষা দেবী, কোষাধ্যক্ষ শ্রাবণ নাথ, দপ্তর সম্পাদক শুভ দাশ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক রুদ্র রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়ন্ত দাশ, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক অমিত দে, সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন, সদস্য সৌভিক হোড় ও ডেনি বিশ্বাস। কাউন্সিলে অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমরান চৌধুরী, সহসভাপতি অয়ন সেন গুপ্ত ও সাধারণ সম্পাদক টিকলু কুমার দে।

কাউন্সিলে নেতারা পাহাড়তলী অঞ্চলে সরকারি স্কুলে কলেজের দাবি জানিয়ে বলেন, পাহাড়তলী চট্টগ্রাম শহরের এক প্রান্তিক অঞ্চল। এ অঞ্চলের একপাশে একটি সরকারি উচ্চ বিদ্যালয় ছাড়া আর কোনো সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ নেই। ফলে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এ অঞ্চলের সাধারণ পরিবারের সন্তানেরা। এ সময় ছাত্র নেতারা শিক্ষা বাণিজ্যের বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানান। কাউন্সিল শেষ একটি মিছিল সাগরিকা মোড় থেকে বিটাক মোড়ের শহিদ মিনারে এসে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘ষড়যন্ত্রকারী ও অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটকে চরম মূল্য দিতে হবে’
পরবর্তী নিবন্ধগরিব-দুখীর সেবা করাই আমার জীবনের ব্রত