ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো চট্টগ্রাম জেলা আইনজীবী

আজাদী অনলাইন | বুধবার , ৬ জানুয়ারি, ২০২১ at ৯:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিস্থ সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- দোয়া মাহফিল, কেক কাটা, মিষ্টি বিতরণ, আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এডভোকেট এস এম রাশেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা এইচ আর নাজমী ডেভিডের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভার প্রারম্ভে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা এডভোকেট জিয়া উদ্দিন জিয়া।

আলোচনা সভায় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, আইনজীবী সমিতির সভাপতি পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা এডভোকেট আবু মোহাম্মদ হাসেম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রশীদ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী, এডভোকেট জিসু, সাবেক ছাত্রনেতা এডভোকেট তসলিম উদ্দিন, এডভোকেট ফয়েজ চৌধুরী, পুলার সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ ইমরান, এডভোকেট রাশেদুল আলম রাশেদ, সাবেক ছাত্রনেতা এডভোকেট রনি কুমার দে, এডভোকেট দীর্ঘতম বড়ুয়া দীঘু, এডভোকেট আজাহারুল হক, এডভোকেট মোহাম্মদ আকরাম চৌধুরী, জেলাপরিষদ সদস্য এডভোকেট উম্মে হাবিবা মুন্নি, এডভোকেট মোশারফ হোসাইন, এডভোকেট রুবেল কুমার দেব অপু, এডভোকেট শুভাশিস শর্মা, এডভোকেট টিপু শীল জয়দেব, এডভোকেট তানজিলা মান্নান জুথি, এডভোকেট ইমরুল হক মেনন, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ ওসমান, এডভোকেট রিগ্যান আশ্চর্য, এডভোকেট জোহরা সুলতানা মুনিয়া, এডভোকেট পিটু কুমার শীল, এডভোকেট প্রকৃতি চৌধুরী, এডভোকেট শোয়েব আলি চৌধুরী, এডভোকেট আমজাদ চৌধুরী, এডভোকেট অহিদুল আলম, আইনজীবী সমিতির সদস্য এডভোকেট রবিউল, এডভোকেট রায়হান, এডভোকেট জুয়েল চন্দ্র দাশ, এডভোকেট আহমেদ মিরাজ, এডভোকেট বিহী চক্রবর্তী, এডভোকেট ফাহিম রাকিব, এডভোকেট ফাতেমা নার্গিস হেলেনা, এডভোকেট মুক্তা রেজা, এডভোকেট রানা মিত্র, এডভোকেট আমিনুল ইসলাম রানা, এডভোকেট সাদি ফরিদি, এডভোকেট মোহাম্মদ তানিম, এডভোকেট পার্থ নন্দী, এডভোকেট এস এম দিদার, রাজীব ভট্টাচার্য, সৌরভ দাশ, শুভ আইচ, এহসানুল করিম, বেলাল উদ্দিন সাজু, মাহের জাকিয়া আয়োন, রাজিব দেবনাথ, সুফল পাল, আবুল হাসনাত তালুকদার, আকাশ নাথ, স্বরূপ বণিক, অনিক ধর প্রমুখ।

কেক কাটা ও আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় এবং সর্বশেষে স্থানীয় লালদিঘী মসজিদে ভাষা আন্দোলন থেকে শুরু করে, ছয়দফা আন্দোলন, গণ অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, সৈরাচার বিরোধী আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে ও জামাত শিবিরের হাতে শাহাদাৎ বরণকারী সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের মাগফেরাত কামনা করে, বয়োজ্যেষ্ঠ অসুস্থ সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে এবং জননেত্রী শেখ হাসিনা ও বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দের দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমাদকের সঙ্গে কোনো আপস নয়
পরবর্তী নিবন্ধসালাম