চৈত্রের কাফনে খেয়েছে যারে
সে আমার কলাবতী ফুল
রোজ তাকে খুঁজি মর্গে,অজ্ঞাত তালিকায়
রুগ্ন ল্যাবে গলে যায় ফরেনসিক দেড় ইঞ্চি সুই
বেথুন চোখ হিম হয়ে যায় সিংহের খাঁচায়
নীল খোঁজে কিছু নীললোভী প্রাণী
চৈতালি কচিহাত টেনে নিয়ে যায় এক পৃথিবী
সারমেয় মায়া চোখ চেয়ে থাকে কুন্ডলী হয়ে।
দোলনচাঁপারা আজ জিউসের দরবারে
বিদ্যুৎ দেবতা খল খল হাসে সরজমিন তদন্তে
কলাবতীর একপাটি চপ্পল ছিলো পড়ে
আর ছিলো ধর্মীয় সুবাসিত রূহানী রুমাল
আমি পাথর এক
পসেইডনকে নির্বাক কাঁদতে দেখে
আমি বিস্মিত হয়ে আমার চক্ষু খুঁজতে থাকি
দেখি হায়! আমার চক্ষু নাই
জন্মান্ধ এক কবি আমি
পড়ে আছি ভাগাড়ে বাতিল মাল
এক টুকরো কাগজ আর বলপেন হাতে।