চেম্বারের ভিসা প্রসেসিং সেন্টার পরিদর্শনে ইতালির রাষ্ট্রদূত

| বুধবার , ৪ অক্টোবর, ২০২৩ at ১১:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বাসিন্দাদের জন্য বিভিন্ন ক্যাটাগরির ভিসা সার্ভিস সহজীকরণে কি কি পদক্ষেপ নেয়া যায় তা সরজমিনে দেখলেন ইতালির বাংলাদেশস্থ রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো।

বুধবার তিনি নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ ভিসা প্রসেসিং সেন্টার ভিএফএস পরিদর্শন করেন। রাষ্ট্রদূত ভিএফএস-এ পৌঁছালে সেন্টারের ম্যানেজার হামিদ উদ্দীন চৌধুরী রাসেল তাকে স্বাগত জানান।

এ সময় ইস্পাহানী গ্রুপের চেয়ারম্যান সালমান ইস্পাহানী এবং চট্টগ্রাম চেম্বার প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ রাষ্ট্রদূতের সাথে ছিলেন।

রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো ভিএফএস-এর বিভিন্ন বিষয়ের খোঁজখবর নেন এবং ইতালির বিভিন্ন ক্যাটাগরির ভিসা সার্ভিস প্রদানের কার্যক্রম সহজ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে আহত অবস্থায় পাওয়া গেল নিখোঁজ ব্যবসায়ীকে
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা