চুপ কথা

এন আর নাহার | রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ৬:০২ পূর্বাহ্ণ

বোল শুরু হয়
ঢোল বাজিয়ে
মনের ভেতর ঢেউ খেলে,
সুখের কষ্ট
দুঃখের সুখটা
মেপেও নেয় কেউ পেলে।

কষ্ট কিছু
নিবে পিছু
সময় তরীর পাল তুলে,
বোলের গায়ে
টোল ফেলে দে
গান গেয়ে যা প্রাণ খুলে।

ফুসলে সাগর
উথলে উঠে,
জোয়ারে ভাঙে কূল টাও
ভেঙে গড়েই
সঙ্গে থাকে
কূল সাগরের ভুল টাও।

শামুক বুকে
থাকুক সুখে
তরল হীরার রূপছটা,
বাঁ পাশে থাক
বুদ হয়ে সব
সুপ্ত থাকুক চুপকথা।

পূর্ববর্তী নিবন্ধসবি বিবর্ণ আজ
পরবর্তী নিবন্ধযুগান্তরের নববর্ষ