যুগান্তরের নববর্ষ

জাহানারা মুন্নী | রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ৬:০২ পূর্বাহ্ণ

চৈত্রের তপ্তদিন শেষে ক্রান্তিকালে
বৈশাখ মেতেছে আজ ক্লান্তিহীন আবেশে
রং-প্রকৃতির বর্ণিলতায় রাজকীয় বেশে,
জনস্রোতের দূষণভার সইতে পারেনা আর
বন্দি হল মানব কুলের শোভিত সম্ভাষণ
বৈশাখ পেতেছে সারা বাংলায় একলা আসন।

পহেলা বৈশাখ সে যে, বাঙালির প্রাণে মৃদঙ্গ মধুর
কিশোরবেলার ভরা উচ্ছাসে প্রথম চোখের পলক,
পাহাড়ি পবনে ভেসে বয়ে আনে প্রভাতের সুর,
চূর্ণ করি জীর্ণ প্রাণ আগলে রাখব মঙ্গল সম্মান
ক্ষমো আমার যত ভুল-ভ্রান্তিকরণ,
অবারিত দান করব যতন স্মরণে আজীবন।

যুগান্তরের নববর্ষ যেন প্রার্থনাতে মিশে,
বিশ্ব বাঙালি করবে বরণ প্রকৃত ভালোবেসে।

পূর্ববর্তী নিবন্ধচুপ কথা
পরবর্তী নিবন্ধবিভৎস কষ্ট