বিভৎস কষ্ট

নিগার সুলতানা | রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ৬:০৩ পূর্বাহ্ণ

তুমি ছিলে তখন কল্পনায়,
ছিলে স্বপ্নে,
ছিলে কবিতায়।
পৃথিবী ছিল তখন আমার,
ছিল ভরা পূর্ণিমা,
ছিল সাগরে বুক ভরা উষ্ণ জোয়ার।
তুমি ছিলে তখন ভাবনায়,
ছিলে তানসেনের সুর লুহরী,
ছিলে গানের স্বরলিপি।
সুন্দর ছিল তখন সূর্য উঠা
সুন্দর ছিল রক্তিম অস্ত যাওয়া।
সুন্দর ছিল …..
তোমার দুটি চোখ, দুটি ঠোট
এক কথায় তুমিই ছিলে সুন্দরের ইতিহাস ….!
সুন্দর ছিল সব অতীত,
আজ কেন লাগছে সব কুৎসিত।
হয়তো অতীত ছিলো কাঁচপাত্র
তাই ভেঙে গেল ….!
বর্তমান হলো লোহার শিকল
তাই বিভৎস সব কষ্ট
আমায় জড়িয়ে রাখল।

পূর্ববর্তী নিবন্ধযুগান্তরের নববর্ষ
পরবর্তী নিবন্ধরূপের খোলামাঠ