সবি বিবর্ণ আজ

মাহবুব পলাশ | রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ৬:০১ পূর্বাহ্ণ

সদ্য ডানা গজানো পাখির সনে
নিজস্ব নীড়ে ফিরে আসতে চাই না আমি।
যে শব্দমালা প্রিয়তমার জন্য তুলে রেখেছিলাম
আজ দেখি সেই পান্ডুলিপিতে
ছেয়ে গেছে উই পোকার ডিবি।

করোনায় আক্রান্ত হয়ে তুমি
শ্বাসকষ্টে আর শেষ নিঃশ্বাস নিতে পারছিলে না
ঠিক সেদিনই তো আমি
সবুজ মৃত্তিকায় বেদুইন বেশে দিগন্তে মিলিয়েছিলাম,
আর কোনদিন ফিরবো না বলে সেই ঠিকানায়।

কি হবে লোক সংস্কৃতি শব্দচারন করে?
আমার বাংলা, বাঙ্গাল ভূমি, নোলক পরা বধূ
খেয়া পারের মাঝি, কলসী কাঁখে পল্লীরমনী
খই, মুরকি, লাউয়ের মাচান কডি ডগা
সজনে ডাটার অমৃত পাঁচন, বিবর্ণ যে সবি আজ।

কোন মোহই যে আজ প্রাণে আশা জাগায় না।
কেবলই মৃত্যু দেখি, নিথর দেহ দেখি
শ্মশান আর কবরের দিকে চলছে মিছিল
কার ভবলীলা কখন সাঙ্গ হবে কেউ কি জানে?
জীবনান্দের ‘আবার আসিব ফিরে’ কে বলবে এই বৈশাখে?

পূর্ববর্তী নিবন্ধশুধু আমার হ
পরবর্তী নিবন্ধচুপ কথা