চুনতী সীরাতুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২০ at ৯:৪৩ পূর্বাহ্ণ

শাহ্‌ সাহেব কেবলা চুনতী প্রবর্তিত ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সা.) মাহফিলের ৫০তম আয়োজনের সমাপনী দিবসের অনুষ্ঠান গতকাল সোমবার সম্পন্ন হয়েছে। বাদে জোহর প্রথম অধিবেশনে ছদরে মাহফিল ছিলেন মাওলানা সিরাজুল আরেফীন ছিদ্দিকী। এসময় আলোচনা করেন কাজী মাওলানা মুহাম্মদ নাসির উদ্দীন। বাদে আছর আলোচনা করেন ড. মাওলানা ঈসা শাহেদী। বাদে মাগরিব ছদরে মাহফিল ছিলেন ফটিকছড়ি জামিয়া উবাইদিয়া নানুপুর মুহতামিম শাহ মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী। আলোচনা করেন ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাওলানা আহসান উল্লাহ ও বায়তুশ শরফের পীর শাহ মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী। বাদে এশা সমাপনী পর্বে আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ শাহে আলম, ওমরগণি এমইএস কলেজের সাবেক অধ্যাপক ড. মাওলানা আ ফ ম খালিদ হোসাইন, পটিয়া আল জামিয়াতুল ইসলামিয়ার সহকারী পরিচালক মাওলানা ওবাইদুল্লাহ হামযা, অধ্যাপক ড. মাওলানা গিয়াস উদ্দীন তালুকদার ও অধ্যাপক ড. হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বারাকাতি। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিমের যৌথ সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সহ-সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম কবির, ইসমাইল মানিক, সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, মুহাম্মদ মাহবুবুল হক, ইদ্রিস মিনহাজ, মাহফিল পরিচালনা কমিটির সদস্য মো. অলি উদ্দিন, তৈবুল হক বেদার, মুহাম্মদ ফুরকান হোসেন চৌধুরী প্রমুখ। খবর প্রেস বিজ্ঞপ্তির।
ত বক্তারা বলেন, আল্লাহ পাক নবী রাসুলদের দান করেছেন বিভিন্ন মুজেযা। সকল নবীরই কমবেশি মুজেযা রয়েছে। কিন্তু রাসুলের (সা.) মোজেজাসমূহ অন্যান্য নবীগণের মোজেজা থেকে অধিক পূর্ণ ও অধিক উজ্জ্বল। অন্যান্য নবীগণের মুজেযা ছিল শুধু জমিনে, কিন্তু আমাদের প্রিয় নবীর মুজেযা ছিল জমিনে, আসমানে এবং বেহেশতে। মহাগগ্রন্থ আল কোরআনুল করিম সর্বশ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মুজেযা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপদবী ও গ্রেড উন্নয়নের দাবিতে অনড় তৃতীয় শ্রেণির কর্মচারীরা
পরবর্তী নিবন্ধআসামি আজাদ জেল খাটছেন রকি