চীন সীমান্তে গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিল জান্তা বিরোধীরা

| রবিবার , ৭ জানুয়ারি, ২০২৪ at ৫:২৮ পূর্বাহ্ণ

কয়েক সপ্তাহের ভয়াবহ সংঘর্ষের পর মিয়ানমারের উত্তরাঞ্চলে চীন সীমান্তে একটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো। বিদ্রোহীদের জোট ব্রাদারহুড অ্যালায়েন্স বলেছে, শুক্রবার লাউক্কাই শহরে অবস্থিত সামরিক বাহিনীর আঞ্চলিক সদর দপ্তরের সৈন্যরা বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছে। এরপর ব্রাদারহুড অ্যালায়েন্স লাউক্কাই শহরের দখল নিয়েছে। দেশটির সামরিক বাহিনীও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জান্তা সরকারের মুখপাত্র জ্য মিন তুন বলেছেন, লাউক্কাইয়ে সামরিক বাহিনী বৃহত্তর স্বার্থে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছে।

গত ডিসেম্বরে মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন প্রদেশের বেশিরভাগ শহরের দখল নেয় বিদ্রোহীরা। ওই সময় আরাকান আর্মি (এএ) জানায়, তারা রাখাইন রাজ্যের ১৭টি শহরের মধ্যে অন্তত ১৫টি এবং প্রতিবেশী চিন রাজ্যের পালেতওয়া শহরের দখল সামরিক বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধার করেছে।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্প নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা জানাবে সুপ্রিম কোর্ট
পরবর্তী নিবন্ধ১৭০০০ ফুট উঁচুতে ছিটকে গেল বিমানের দরজা, ভিতরে ১৭৭ যাত্রী, তারপর…