চীনে গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে পূর্ণ সফলতার দাবি শিয়ের

| শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:১২ পূর্বাহ্ণ

গ্রামীণ দারিদ্র্য দূরীকরণের প্রচেষ্টায় ‘সম্পূর্ণ বিজয়’ অর্জনের ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ অর্জন উদযাপনে বৃহস্পতিবার দেশটির রাজধানী বেইজিংয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তিনি এ ঘোষণা দেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীনের গ্রামীণ দারিদ্র্য দূরীকরণকে শিয়ের প্রেসিডেন্ট মেয়াদের অন্যতম প্রধান লক্ষ হিসেবে নেওয়া হয়েছে। খবর বিডিনিউজের। গত আট বছরে প্রায় ১০ কোটি লোককে দারিদ্র্য মুক্ত করার জন্য শিয়ের নেতৃত্বকে কৃতিত্ব দিয়েছে চীন। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ অর্জনকে চলতি বছরে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ১০০ বৎসর পূর্তির আগাম উপহার হিসেবে বর্ণনা করেছে। বুধবার কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলি দুই পৃষ্ঠারও বেশিজুড়ে ছাপানো একটি মন্তব্য প্রতিবেদনে শিয়ের অধীনে দারিদ্র্য জয় করাকে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে তুলে ধরে প্রশংসা করেছে। চীন মাথাপিছু বার্ষিক চার হাজার ইউয়ান (৬২০ ডলার) বা দৈনিক এক দশমিক ৫২ ডলারের চেয়ে কম আয়কে চরম গ্রামীণ দারিদ্র্য বলে সংজ্ঞায়িত করেছে। অপরদিকে ওয়ার্ল্ড ব্যাংকের সংজ্ঞা অনুযায়ী এ ক্ষেত্রে দৈনিক মাথাপিছু আয় এক দশমিক ৯০ ডলার বলে নির্ধারণ করা হয়েছে। রোববার প্রকাশ করা ‘১ নম্বর নীতি দলিলে’ চীন দারিদ্র্য বিমোচন নীতি অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবড় বোনের অপহরণ মামলার পুনঃতদন্ত চান প্রিন্সেস লতিফা
পরবর্তী নিবন্ধইমরান খানকে আকাশ ব্যবহারের অনুমতি দিল ভারত