ইমরান খানকে আকাশ ব্যবহারের অনুমতি দিল ভারত

| শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:১৩ পূর্বাহ্ণ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উড়োজাহাজকে ভারতীয় আকাশসীমায় ঢোকার অনুমতি দিয়েছে নয়াদিল্লি। দুদিনের সফরে শ্রীলঙ্কা যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী। খবর বাংলানিউজের।
শ্রীলঙ্কা যাওয়ার পথে ইমরানকে ভারতীয় আকাশপথ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। দুদেশের মধ্যে ‘তিক্ত’ সম্পর্কের মধ্যে নয়া দিল্লির এ পদক্ষেপ ভিন্ন মাত্রা যোগ করলো বলে মনে করা হচ্ছে। ভারত তার আকাশসীমা ব্যবহারের অনুমতি না দিলে ইমরান খানকে বাধ্য হয়ে শ্রীলঙ্কার বিমানে করে সে দেশে যেতে হতো। এর আগে ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান। ইমরান খান পাকিস্তানের ক্ষমতায় আসার পর এটাই তার দ্বিতীয় বিদেশ সফর। এর আগে তিনি আফগানিস্তান সফরে গিয়েছিলেন।
জানা যায়, দুই দিনের সফরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ইমরান খানের। বৈঠকে স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, কৃষি, প্রতিরক্ষা ও পর্যটন ক্ষেত্র নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে, ভারতের সঙ্গে দ্বন্দ্ব এড়াতে সে দেশের পার্লামেন্টে ইমরানের ভাষণ বাতিল করেছে শ্রীলঙ্কা। ‘কলম্বো গেজেট’-এ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ যাতে না হয়, সেই কারণে কোনও ঝুঁকি নিতে চায়নি কলম্বো।

পূর্ববর্তী নিবন্ধচীনে গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে পূর্ণ সফলতার দাবি শিয়ের
পরবর্তী নিবন্ধমিয়ানমারে প্রতিবাদকারীদের ওপর জান্তাপন্থিদের হামলা