চিটাগাং সিনিয়রস ক্লাবের পিঠা উৎসব

| শনিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:২০ পূর্বাহ্ণ

চিটাগাং সিনিয়রস ক্লাব লিমিটেডের ঐতিহ্যবাহী পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শুক্রবার সকালে ক্লাবের ইউসিবি অডিটোরিয়ামে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট ডা. সেলিম আকতার চৌধুরী। উদ্বোধনকালে তিনি বলেন, গ্রামীণ পিঠাপুলি হাজার বছরের বাঙালির চিরায়ত ঐতিহ্যের শিকড়। আজ ব্যাপক নগরায়নের কারণে এই ঐতিহ্য বিলুপ্তির পথে। তাই এই ঐতিহ্য পুনরুদ্ধারে আমরা নগরে বসে

 

টানা ৫ম বারের মত পিঠা উৎসব আয়োজন করতে পেরে ধন্য ও গর্ববোধ করছি, কেননা এর মাধ্যমে আমরা গ্রামীণ লোক ঐতিহ্যের স্পর্শ পাই। তিনি চিটাগাং সিনিয়রস ক্লাব লিমিটেড যে সকল বিনোদন ও সেবামূলক এবং ক্লাব সদস্যদের চিত্তচেতনামননের খোরাক যোগায় তা সকলের সহযোগে পূর্ণতা পায়। এতে

সাফল্য বা ব্যর্থতার ভাগী ব্যাক্তি নয়, সকলেই। আমি বিশ্বাস করি আমাদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মৈত্রীর বন্ধন চিরকাল অটুট থাকবে। ক্লাব পরিচালনা

কমিটির সদস্য মো. ইয়াকুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনডা. সরফরাজ খান চৌধুরী, এনামুল হক

ইকবাল, ভাইসপ্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস, কমিটি মেম্বারদের মধ্যে জাহিদুল ইসলাম (মিরাজ), ডা. মোহাম্মদ ইমাম হোসেন (রানা), ওয়ালিউল আবেদীন শাকিল, গোপাল কৃষ্ণ লালা, মো. আবু তাহের, অশেষ কুমার উকিল, অঞ্জন শেখর দাশ প্রমুখ। উদ্বোধনী মঞ্চে সঙ্গীতায়োজনে অংশ গ্রহণ করেন বেতার ও টেলিভিশনের প্রথিত যশা শিল্পীবৃন্দ। পিঠা উৎসবে আরও উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা কাঞ্চন, আবুল বশর, মোহাম্মদ ইব্রাহিম, বেলায়েত হোসেন,

সিরাজুল হক আনছারী, ফজলুল করিম ভূঁইয়া (টিপু), সরওয়ার আলম, মাশফিকউলহাসান, মোহাম্মদ গিয়াস উদ্দিন, ডা. মোহাম্মদ লিয়াকত আলী খান ও তাদের পরিবার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোবাইল ছিনতাইকারী চক্রের তিন সদস্য আটক
পরবর্তী নিবন্ধফুলের রাজ্যে এতিম শিশুদের এক দিন