চিটাগাং চেম্বারে ফিউচার অব বিজনেস লিডারশিপ শীর্ষক কর্মশালা

| রবিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:১৯ পূর্বাহ্ণ

সিটি ব্যাংক এন এ এর সহযোগিতায় দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) ও বাংলাদেশ সেন্টার অব এঙিলেন্স’র (বিসিই) যৌথ উদ্যোগে ফিউচার অব বিজনেস লিডারশিপ অ্যাট চট্টগ্রাম শীর্ষক কর্মসূচি চট্টগ্রামস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের পরবর্তী প্রজন্মের ব্যবসায়ী নেতৃত্বকে যথাযথ জ্ঞানের মাধ্যমে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে টেকসই উন্নয়নের জন্য প্রস্তুত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। কর্মসূচির আওতায় আইবিএ প্রণীত ‘ভিশনারি লিডারশিপ ফর গ্রোথ স্ট্র্যাটেজি অ্যান্ড গভর্ন্যান্স’ শীর্ষক ২ দিনব্যাপী কর্মশালা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের রপ্তানিমুখী, স্থানীয় ও পাবলিক লিমিটেডসহ মোট ১৪টি কোম্পানির ১৭ জন ব্যবসায়ী নেতা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি গতকাল শনিবার অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন। এতে চিটাগাং চেম্বার সভাপতি ও বিসিই’র চেয়ারম্যান মাহবুবুল আলম, সিটি ব্যাংক এন এ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার এন রাজা শেখারণ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। মূখ্য সমন্বয়ক হিসেবে কর্মশালা পরিচালনা করেন আইবিএ’র পরিচালক প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। বক্তব্য রাখেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস’র ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ও যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের ড. হিল্লোল বালা।
প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, বাংলাদেশিরা মূলত উদ্যোক্তা। সরকার তাদের এই উদ্যোগগুলোকে ও নতুন প্রজন্মের ব্যবসায়ী নেতৃবৃন্দকে ৪র্থ ও ৫ম শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে অর্থনীতি ও দেশকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে। এন রাজা শেখারণ বলেন, সিটি ব্যাংক এন এ চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দের জন্য এই অনন্য কর্মশালা আয়োজনে সহায়তা করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করি এই কর্মশালা প্রশিক্ষণার্থীদের নেতৃত্বকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার জাতীয় স্বপ্ন বাস্তবায়নে সরকারি প্রচেষ্টার সম্পূরক হিসেবে চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃত্বকে আরও শক্তিশালী করতে চিটাগাং চেম্বার এই উদ্যোগ গ্রহণ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবর্তমান সরকার শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে
পরবর্তী নিবন্ধএরশাদের নামে পদক দেবে জাপা