চিটাগাং ক্লাবে জাতীয় স্কোয়াশ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন

| বৃহস্পতিবার , ২৭ জানুয়ারি, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

 

চিটাগাং ক্লাবে সাত দিনব্যাপী পেডরোলো নববর্ষ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী গতকাল ২৬ জানুয়ারি বুধবার সম্পন্ন হয়েছে। বাংলদেশ স্কোয়াশ ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ড ঢাকা, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও খাগড়াছড়িতে সম্পন্ন হওয়ার পর কোয়ার্টার ফাইনাল ঢাকা ও চট্টগ্রাম এবং সেমি ফাইনাল ও ফাইনাল খেলা চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়। সাতটি গ্রুপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম খাগড়াছড়ি, কুমিল্লা, খুলনা, বরিশাল, চাপাইনবাবগঞ্জ, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলার ২১টি ক্লাবের ১২০ জন নির্বাচিত খেলোয়াড় অংশগ্রহণ করেন। খেলায় উম্মুক্ত পুরুষ গ্রুপে কুয়েতের আখবি হামাদ বাংলাদেশের সুমনকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। মেম্বারস গ্রুপে চ্যাম্পিয়ন আমেরিকান ক্লাবের ফায়াজ রহমান এবং রানার আপ গুলশান ক্লাবের আবিদ মনসুর, উম্মুক্ত মহিলা গ্রুপে বাংলাদেশ আর্মির সৈনিক মারজানা চ্যাম্পিয়ন এবং রানার আপ রায়হানা শাফায়াত, অনূর্ধ্ব১৫ বালকে বিকেএসপির পারভেজ চ্যাম্পিয়ন এবং রানার আপ বিকেএসপির আমিনুল, অনূর্ধ্ব১৮ বালকে চ্যাম্পিয়ন আর্মি স্কোয়াশ কমপ্লেঙের সোহেল এবং রানার আপ বাংলাদেশ নেভি কলেজ, ঢাকার কাউছার, অনূর্ধ্ব১৫ বালিকায় চ্যাম্পিয়ন বাংলাদেশ নেভি কলেজ,ঢাকার মেঘলা এবং রানার আপ ভাসান টেক স্কোয়াশ ক্লাবের নাবিলা, অনূর্ধ্ব১৮ বালিকায় বিএফ শাহীন কলেজের রিয়াজুল জান্নাত চ্যাম্পিয়ন,রানার আপ বিএফ শাহীন কলেেেজর আতিফা ইবনাত। চিটাগাং ক্লাব সুইমিংপুল চত্ত্বরে গতকাল বিকেল ৫টায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেডরোলো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, চিটাগাং ক্লাব চেয়ারম্যান নাদের খান। অনুষ্ঠানে ফেডারেশনের সেক্রেটারী ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম এবং সিসিএল ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, সিসিএল স্কোয়াশ বিভাগের মেম্বার ইনচার্জ মো. আজিজুল হাকিম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিসিএল কমিটি মেম্বার জাবেদ হাসেম নান্নু, ডা. ফপাহিম হসার রেজা, এডভেকেট সাবরিনা চৌধুরী, মো. জাহিদ সুলতান টিপু, সৈয়দ আরশাদুল আলম ছাড়াও সাবেক ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক মেম্বার ইনচার্জ হাবিবুল হক রনি, আলী আহসান সেলিম, সিনিয়র খেলোয়াড় আমানত হোসেন আরমান এবং ইূসুফ আহমেদ আলী মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাজ্জাদ আরেফিন আল। উল্লেখ্য অনুষ্ঠানে ফেডারেশন কর্তৃক চিটাগাং ক্লাব লিঃ এবং খাগড়াছড়ি ক্যানটনম্যান্ট পাবলিক স্কুলকে সন্মানসূচক অ্যাফিলেটেড সনদপত্র প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাইজিং স্টার ও শতদল জুনিয়রের জয়লাভ
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্টে বন্দর স্পোর্টস কমপেক্স জয়ী