চিটাগং মুনলাইট লায়ন্স ক্লাবের চিকিৎসা ক্যাম্প

| রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ১১:১৬ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগং মুনলাইট এবং আব্দুল নবী স্মৃতি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গত শুক্রবার ভাটিখাইন ইউনিয়নে সেলিম নবী স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে বিনামূল্যে ৪০০ রোগীর চোখের চিকিৎসা, অপারেশন, ডায়াবেটিস পরীক্ষা ও ডায়াবেটিস সচেতনতামূলক লিফলেট বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয়করণ ও খাদ্য বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ। বিশেষ অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী। ডিস্ট্রিক্ট ট্রেজারার লায়ন আবু বক্কর সিদ্দিক। উপস্থিত ছিলেন লায়ন মো. হুমায়ুন কবির, লায়ন অ্যাড. মো. ইকবাল হোসেন, লায়ন মনির আহমেদ, লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন আরিফ আহমেদ, লায়ন আকবর আলী, লায়ন তারেক কামাল, লায়ন শওকত আলী, লায়ন আফরোজা বেগম, লায়ন শাহেলা আবেদিন, লায়ন নুর মোহাম্মদ বাবু, লায়ন মঈন উদ্দিন, লায়ন মো. সাইফুদ্দিন হক, লায়ন সাইফুল ইসলাম, লায়ন সোমেন কানুনগো, লায়ন হারুনুর রশীদ, লায়ন সায়মা সুলতানা, লায়ন মাহাবুব মোর্শেদ, লায়ন ইফতেখার আবেদিন, লায়ন নুসরাত ওশিন, লায়ন সাইদুল হক, লায়ন কাজী আবু তৈয়ব প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ড. সিরাজুল করিম। সভায় আব্দুল নবী স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. বখতিয়ার বলেন, প্রতি ৬ মাস অন্তর এই সেবা কার্যক্রম লায়ন্স ক্লাব অব মুনলাইটের সাথে চলমান থাকবে। তিনি লায়ন্স চক্ষু হাসপাতালের জন্য ১৮ শতক জায়গা বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি দেন। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি লায়ন সায়মা সুলতানা। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন লায়ন লুবনা হুমায়ুন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশ সচেতনতায় বইবন্ধুর ‘সিড ফর প্লাস্টিক’
পরবর্তী নিবন্ধসিভা শিশু উৎসব ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন