চিকেন বিরিয়ানিতে গরুর মাংস, রেস্তোরাঁ ম্যানেজার গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন  | শুক্রবার , ২৯ এপ্রিল, ২০২২ at ১১:৩৭ পূর্বাহ্ণ

 

বিরিয়ানিতে গরুর মাংস মিশিয়ে সনাতন ধর্মাবলম্বী যুবকদের পরিবেশনের অভিযোগে নগরীতে এক রেস্তোরাঁর ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মনজুর আহম্মেদ (৪৫) নামে ওই রেস্তোরাঁর ম্যানেজারের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের লোক জেনেও প্রতারণা করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে বাকলিয়া থানায় মামলা হয়েছে। বাকলিয়া থানার ওসি রাশেদুল হক বলেন, এ ঘটনায় হোটেল ম্যানেজার ও দুই হোটেল বয়ের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েক জনকে আসামি করে একটি মামলা করেছেন খেতে যাওয়াদের একজন। দণ্ডবিধির ৪২০, ২৯৫ (), ৩৪ ও ৫০৬ ধারায় মামলাটি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাতে বাকলিয়া থানার নতুন চাক্তাই এলাকার দুবাই রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউস নামে ওই খাবার দোকানে গিয়েছিলেন চারজন হিন্দু যুবক। সেখানে তারা চিকেন বিরিয়ানি চাইলেও তাদের বিরিয়ানিতে গরুর মাংস মিশিয়ে দেওয়া হয় বলে তাদের অভিযোগ। যা ধর্মীয় কারণে তারা খেতে অভ্যস্ত নন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষামন্ত্রীর ভাইয়ের নামে মামলা, বাদী ডিসি
পরবর্তী নিবন্ধসাংবাদিক মোস্তফা কামাল পাশার পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান