চার শতাধিক দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ

কালুরঘাটে শিল্প এলাকায় চসিকের অভিযান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ এপ্রিল, ২০২৪ at ৬:০৮ পূর্বাহ্ণ

নগরে কালুরঘাট ভারী শিল্প এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা চার শতাধিক দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম ও চৈতী সর্ববিদ্যা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালুরঘাট ভারী শিল্প এলাকার ইউনিলিভার সড়ক, দেশ গার্মেন্টস সড়ক ও এফআইডিসি সড়কেই অভিযান চালানো হয়। এসব সড়ক ও সড়ক সংলগ্ন ফুটপাত অবৈধভাবে দখল নিয়ে বিভিন্ন দোকান ও কয়েকটি অফিসও গড়ে তোলা হয়। যার মধ্যে অনেকগুলো ছিল সেমিপাকা। অভিযানে সেগুলো উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করা দোকানের মধ্যে খাবার, মুদি ও স্টেশনারিসহ নানা দোকান ছিল বলে আজাদীকে জানান ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর। চসিক সূত্রে জানা গেছে, এর আগেও বিভিন্ন সময়ে সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানের কিছুদিন পর আবার তা দখল করে নেয়। এখন থেকে পুনর্দখল রোধে সেখানে নিয়মিত মনিটরিং করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে বেডিং কারখানার পানির ট্যাংকে পড়ে কর্মচারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধমালিককে খুনের দায়ে কর্মচারীকে ১০ বছরের কারাদণ্ড