মালিককে খুনের দায়ে কর্মচারীকে ১০ বছরের কারাদণ্ড

যৌন নির্যাতন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ এপ্রিল, ২০২৪ at ৬:০৯ পূর্বাহ্ণ

নগরীর বহদ্দারহাট হক মার্কেটে সেলাই মেশিনের কারখানায় যৌন নির্যাতনে অতিষ্ঠ হয়ে মালিক কামাল উদ্দিনকে খুনের দায়ে মো. ইউনুছ (পলাতক) নামের একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মো. ইউনুছ রাঙ্গুনিয়ার মধ্যম সরফভাটা এলাকার বাসিন্দা। গতকাল চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নোমান চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ১২ জুন বহদ্দারহাটের হক মার্কেট ইউনিট২ এর শাহানশাহ জিয়াউল হক ইঞ্জিনিয়ারিং সেলাই মেশিন কারখানায় কামাল উদ্দিন খুন হন। এ ঘটনায় তার ছেলে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ ইউনুছকে গ্রেপ্তার করে। আদালতে হাজির করলে তিনি ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন। এতে তিনি বলেন, কামাল উদ্দিনের কারখানায় তিনি কর্মচারী ছিলেন। সুযোগ পেলেই কামাল উদ্দিন তাকে যৌন নির্যাতন করতেন। ২০০৯ সালের ১২ জুন রাতে কামাল উদ্দিন ফের তাকে যৌন নির্যাতন করলে তিনি তাকে গলাটিপে হত্যা করেন। মামলা তদন্ত শেষে ২০১০ সালের ৩ মার্চ পুলিশ চার্জশিট দাখিল করে। এরপর ২০১১ সালের ৬ জানুয়ারি মো. ইউনুছের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধচার শতাধিক দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ
পরবর্তী নিবন্ধকাপ্তাই হ্রদে ২৫ এপ্রিল থেকে তিন মাস মাছ ধরা বন্ধ