চার লেইনে উন্নীত করা হবে রাউজান-রাঙামাটি সড়ক

বাস শ্রমিক সমাবেশে ফজলে করিম চৌধুরী এমপি

রাউজান প্রতিনিধি | সোমবার , ১৪ নভেম্বর, ২০২২ at ৮:৩৮ পূর্বাহ্ণ

রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, রাঙামাটির বিশাল লেক এখন পলিতে ভরাট হয়ে আছে। ওই লেক ড্রেজিং করা মাটি দিয়ে রাউজান থেকে রাঙামাটি পর্যন্ত চার লেইন সড়ক সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। গত ১২ নভেম্বর চট্টগ্রাম-রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান তিন পার্বত্য জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাউজান পৌরসভার জানালীহাটের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইউনুস মিয়া। সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান। বক্তব্য রাখেন চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, আলমগীর আলী, জসিম উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কানু রাম নাথ, জালাল উদ্দীন চুনচুন, হারুন ড্রাইভার, মাইকেলসহ সংগঠনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধশিল্পী মোহাম্মদ ইউনুসের দ্বাদশ একক চিত্রপ্রদর্শনী উদ্বোধন
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সংবর্ধনা সভা ও সমাবেশ