চার মাস পর চট্টগ্রামে সর্বোচ্চ সংক্রমণ

একদিনেই ২৪২ রোগী

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২০ at ৬:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ১ হাজার ২৭০ টি নমুনা পরীক্ষায় রোববার নতুন করে আরো ২৪২ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯.০৫ শতাংশ। শনাক্তের সংখ্যা ও হার গত চার মাস পর একদিনের সর্বোচ্চ রেকর্ড। এর আগে গত ২৩ জুলাই ৮৪২টি নমুনায় ১৫৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১৮.৬৪ শতাংশ। এরপর থেকেই শনাক্তের হার ছিল নিম্নমুখী। যদিও ২৩ জুলাইয়ের আগে পরীক্ষাকৃত নমুনায় করোনা শনাক্তের হার ছিল ২০ শতাংশের উর্ধ্বে।
এদিকে, নতুন শনাক্ত ২৪২ জনসহ চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা এখন ২৪ হাজার ছুঁইছুঁই। ২২ নভেম্বর পর্যন্ত সংক্রমিত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৭০ জনে। শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মাঝে কোন মৃত্যু হয়নি বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। তবে আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ৩১৩ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, রোববারের ১ হাজার ২৭০টিসহ এ পর্যন্ত মোট ১ লাখ ৫৬ হাজার ৪৮০টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ২৩ হাজার ৮৭০ জনের। হিসেবে চট্টগ্রামে করোনা শনাক্তের গড় হার ১৫.২৫ শতাংশ। নতুন ৩৭৬ জনসহ এ পর্যন্ত ১৯ হাজার ৪৯৫ জন রোগী সুস্থ হয়েছেন বলেও জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। হিসেবে আক্রান্তদের ৮১.৬৭ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন। রোববার চট্টগ্রামে করোনা শনাক্ত ২৪২ জনের মধ্যে ২০০ জন মহানগরীর এবং ৪২ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসাগরপাড়ে ‘সবজি রাজ্যে’ বিপর্যয়
পরবর্তী নিবন্ধমাস্ক না পরলে কঠিন সাজা