চার্জশিট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন

মিতু হত্যা মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় পিবিআইয়ের দাখিলকৃত চার্জশিট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা হয়েছে। গতকাল চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল হালিমের কাছে আদালতের নগর পুলিশের প্রসিকিউশন শাখা তা উপস্থাপন করেন। প্রসিকিউশনের এডিসি কামরুল হাসান আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ম্যাজিস্ট্রেট চার্জশিট দেখেছেন। এটি গ্রহণ বিষয়ে আগামী ১০ অক্টোবর শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গত মঙ্গলবার আদালতের প্রসিকিউশন শাখায় বাবুল আক্তারকে এক নম্বর অভিযুক্ত করে মোট ৭ জনের বিরুদ্ধে ২০৮৪ পৃষ্ঠার ডকেট ও ২০ পৃষ্ঠার চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক। চার্জশিটভুক্ত বাকী ছয়জন হলেন, মোতালেব মিয়া প্রকাশ ওয়াসিম, আনোয়ার হোসেন, এহতেশামুল হক ভোলা, শাহজাহান মিয়া, কামরুল ইসলাম মুসা ও খায়রুল ইসলাম কালু। এর মধ্যে মুসা ও কালু পলাতক। ভোলা জামিনে আছেন।
কারাগারে আছেন- বাবুল আক্তার, ওয়াসিম, শাহজাহান মিয়া ও আনোয়ার হোসেন। পিবিআইয়ের দায়ের করা উক্ত চার্জশিটে ৫ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। তারা হলেন, আবু নছর, শাহজামান, সাইদুল ইসলাম সিকদার, নুরুন্নবী ও রাশেদুল ইসলাম। এর মধ্যে নুরুন্নবী ও রাশেদুল ইসলাম পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে মারা গেছেন। উল্লেখ্য যে, ২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু।

পূর্ববর্তী নিবন্ধসরকারের লক্ষ্য মানবিক ও সামাজিক কল্যাণ রাষ্ট্রগঠন করা : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন