চাপমুক্ত রাখতেই ছেলের খেলা দেখেননা টেন্ডুলকার

| শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪০ পূর্বাহ্ণ

ক্রিকেট বিশ্বের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পথেই এগোচ্ছেন তার ছেলে অর্জুন টেন্ডুলকার। আইপিএলের এবারের আসরে দলও পেলেন তিনি। তবে মাঠে ছেলে যতই ভালো খেলুক তা দেখেন না বলে জানিয়েছে শচিন টেন্ডুলকার। এবং তার কারনও জানালেন তিনি। এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শচীন বলেন, বাবা-মা যদি সন্তানের খেলা দেখে তাহলে চাপ হয়ে যায়। আমি সেজন্য মাঠে গিয়ে অর্জুনের খেলা দেখি না। আমি চাই সে সম্পূর্ণ স্বাধীনভাবে ক্রিকেট খেলুক। ফোকাসড থাকার জন্য সে যা চায় সেটাই করুক। তাকে খেলায় ফোকাস ধরে রাখতে হবে। আমিও চাইতাম না আমাকে কেউ দেখুক। আমি যদিও বা মাঠে যাই । তবে মাঠে গেলেও কোথাও লুকিয়ে অর্জুনের খেলা দেখি। সেটা অর্জুন বা কেউ জানতে পারে না। এমনকি তার কোচও জানতে পারেনা। গত মৌসুমে অর্জুনকে ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল আইপিএলের সেরা দল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু ইনজুরির জন্য সেবার একটি ম্যাচও খেলা হয়নি ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের। এবারের আসরে নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি ক্যাপ্টেন রোহিত শর্মা (১৬ কোটি টাকা), জসপ্রিত বুমরাহ (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি টাকা) ও কায়রন পোলার্ডকে (৬ কোটি) ধরে রেখেছিল নিলামের আগেই। আর শচীন পুত্রকে নিলামে চলতি বছর ৩০ লাখ টাকায় কিনেছে মুম্বাই।

পূর্ববর্তী নিবন্ধষোলশহরে বঙ্গবন্ধু কাপ আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধচান্দগাঁও স্পোর্টিং ক্লাবের ফুটবল কমিটি গঠিত