চান্দগাঁওয়ে লায়ন্স ক্লাব চিটাগং ও গাউছিয়া কমিটির চিকিৎসাসেবা

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২০ at ১০:৩২ পূর্বাহ্ণ

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ, চান্দগাঁও খোলাপাড়া ইউনিট শাখার ব্যবস্থাপনায় লায়ন্স ক্লাব অব চিটাগাং, লিও ক্লাব অব চিটাগং ও লিও ক্লাব অব চিটাগং ক্যাম্ব্রিয়ানের সহযোগিতায় অনুষ্ঠিত হল ফ্রি খতনা, চক্ষু চিকিৎসা ক্যাম্প ও কম্বল, করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন আবু নাসের রনির সভাপতিত্বে উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি-৪ ২য় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ সামসুূ্‌দি্দন আহমেদ সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার। স্বাগত বক্তব্য দেন, মুহাম্মদ ইউনুস, বিশেষ অথিতি ছিলেন লায়ন জেলার কেবিনেট সেক্রেটারী লায়ন অশেষ কুমার উকিল, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, জিএলটি লিডার লায়ন জি কে লালা, রিজিওন চেয়ারম্যান লায়ন আবু তাহের খান, প্রজেক্ট চেয়ারম্যান লায়ন ইসমাইল চৌধুরী, গভর্নর অ্যাডভাইজার লায়ন মোসাদ্দেক শরীফ মানিক, জোন চেয়ারম্যান লায়ন এস কে পালিত, লায়ন সাধন কুমার ধর, ক্লাব সহ সভাপতি লায়ন সোহেল খান, ক্লাব সেক্রেটারি লায়ন শহিদুল ইসলাম টিটু, জয়েন্ট ট্রেজারার লায়ন নাজমুল সাকের, লিও ক্লাব প্রেসিডেন্ট লিও রুমেল, সেক্রেটারি লিও মুনতাসির, চান্দগাঁও থানা গাউসিয়া কমিটির সভাপতি তসকির আহমদ, চিকিৎসা ক্যাম্পের প্রধান সমন্বয়ক মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু, মাওলানা জালাল উদ্দীন মানিক, মুহাম্মদ শাহাদাত হোসেন রুমেল, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান শহিদ, মুহাম্মদ মহিউদ্দিন, আবদুল হালিম, আজাদ, খোলাপাড়া আমরা তরুণ পরিষদের পক্ষে আসিফ, জাভেদ, সাগর, সুমন, সাহেদ, লোকমান প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৪০ জনকে খতনা, ২ শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা ও ১শ অসহায় মানুষকে কম্বল ও মাস্ক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাদুরতলায় রানার বাজাজের শো-রুম উদ্বোধন
পরবর্তী নিবন্ধসিএমপির মাসিক কল্যাণ ও অপরাধ সভা