চান্দগাঁওয়ে বসতঘর ও দোকানে আগুন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ মার্চ, ২০২৪ at ৫:৩৪ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন মৌলভীপুকুর পাড় এলাকায় বসতঘর ও দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। তবে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫০ লাখ টাকার সম্পদ। গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টায় এ ঘটনা ঘটে। এতে কাজ করেন ফায়ার সার্ভিস কালুরঘাট স্টেশনের দুটি ইউনিট। এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানিয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন আজাদীকে বলেন, ঘটনাস্থল এলাকায় তিনটি কলোনি রয়েছে। এর মধ্যে একটি কলোনির পাঁচটি সেমিপাকা বসতঘর ও তিনটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বসতঘরগুলো কিছুটা ক্ষতিগ্রস্তু হয়েছে। আর দোকানগুলোর সিলিং নষ্ট হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপা তুলে বসা নিয়ে দু’পক্ষে সংঘর্ষ
পরবর্তী নিবন্ধখসরু শাহাদাত বক্করসহ ৪৫৩ জনের বিচার শুরু