চসিকের সেবা কার্যক্রমের গতি বাড়াতে বিভাগীয় প্রধানদের সাথে মেয়রের বৈঠক

| মঙ্গলবার , ১৬ এপ্রিল, ২০২৪ at ৬:৫৪ পূর্বাহ্ণ

ঈদ ও পহেলা বৈশাখের ছুটির পর আবারো প্রাণচঞ্চল হয়ে উঠেছে চসিক। গতকাল সোমবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর বিভাগীয় প্রধানসহ চসিকের উর্ধ্বতন কর্মকতাদের সাথে সভা করেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

সভায় মেয়র প্রকৌশল কার্যক্রমের গতি বাড়ানোর পাশাপাশি মশক নিয়ন্ত্রণ ও বর্ষায় জলাবদ্ধতা কমাতে খালনালা পরিস্কারের উপর জোরারোপ করেন।

মেয়র বলেন, বর্ষাকাল ঘনিয়ে আসছে বিধায় ডেঙ্গু ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণে কার্যক্রমের গতি বাড়াতে হবে। বিশেষ করে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের গতি বাড়াতে হবে। বর্ষাকালের আগেই খালনালা পরিষ্কারের কার্যক্রম এগিয়ে নিতে হবে। কারণ খালনালা পরিস্কার থাকলে মশাও কমবে, জলাবদ্ধতাও হবেনা। এজন্য কাউন্সিলরদের ওয়ার্ড পর্যায়ে মনিটরিং বাড়াতে কাউন্সিলরদের সংশ্লিষ্টতা নিশ্চিত করতে হবে। সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, আইন কর্মকর্তা জসিম উদ্দিন, প্রধান প্রকৌশলী শাহীনউল ইসলাম চৌধুরী, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার,নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসী, চৈতি সর্ববিদ্যাসহ উর্ধ্বতন কর্মকতাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেলের সিগনাল কাজে ব্যবহৃত ব্যাটারি চুরি, পরে উদ্ধার
পরবর্তী নিবন্ধপটিয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা