চলুন নিজেদের দাম্পত্য জীবনকে সুন্দর করি

রূপম চক্রবর্ত্তী | রবিবার , ৪ জুলাই, ২০২১ at ৭:০২ পূর্বাহ্ণ

পারিবারিক ঝামেলাগুলো আগেও ছিল, এখনও আছে আবার ভবিষ্যতেও থাকবে। দিনদিন পারিবারিক কলহ বেড়ে যাচ্ছে। অনেক স্বামী আর স্ত্রীর মাঝে সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছেনা। শাশুড়ি আর তার পুত্রবধূর মাঝে ঝগড়া লেগেই আছে। পারিবারিক সংঘাত হাজার হাজার বছর ধরে চলে আসলেও কেন জানি মনে হচ্ছে ডিজিটাল যুগে এসে তা আরো বৃদ্ধি পেয়েছে। ফেসবুক, টুইটার এবং বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম সারা পৃথিবীর মানুষকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। যে কোনো সময় অপরিচিত মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে পারছি। অচেনা মানুষগুলোর সাথে বিভিন্ন সময় যোগাযোগ হচ্ছে। যোগাযোগ থেকে শুরু করে বিভিন্ন তথ্য আদান প্রদান করা হয়ে থাকে। এক প্রান্তের মানুষের সাথে অপর প্রান্তের মানুষের সুন্দর একটি সম্পর্ক স্থাপন হয়। এই সম্পর্ক অনেক সময় এত বেশি গভীর হয় তা লিখতেও অনেক সময় কষ্ট হয়। অনেকে বিবাহ পরবর্তী প্রেমে জড়িয়ে যান। পরকীয়া প্রেমের টানে অনেকে নিজের সংসার ছেড়ে পর পুরুষ অথবা অন্য জনের স্ত্রীর হাত ধরে চলে যাচ্ছেন। কেউ কেউ সংসারে অশান্তি সৃষ্টি করছেন। দাম্পত্য কলহের কারণে প্রতিনিয়ত অনেক হত্যাকাণ্ড হচ্ছে। শিশুরা তাদের মা অথবা বাবাকে হারাচ্ছে। গত কিছুদিন আগে চট্টগ্রামের দৈনিক পত্রিকার প্রথম পাতায় একটি নিউজ ছিল। সেখানে বলা হয়েছে পুত্রবধূ ও শাশুড়ির পারিবারিক ঝগড়ায় শাশুড়ি পুত্রবধূর ছুরিকাঘাতে মৃত্যুবরণ করেছেন। নিহতের পরিবার থেকে অভিযোগ পাওয়া গেছে এই পুত্রবধূ বেশিক্ষণ সময় মোবাইলে সময় দিতেন এবং বিভিন্ন মানুষের সাথে কথা বলতেন। এই ধরনের অসংখ্য চিত্র প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ মাধ্যমে পাওয়া যায়। প্রত্যেক মানুষ এক একটি পরিবারে বাস করে। প্রত্যেক পরিবার সুন্দর হতে হবে। সুন্দর পরিবার সুন্দর মানুষ সৃষ্টি করবে। যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। মনে রাখতে হবে এই তাল মিলাতে গিয়ে পরিবারে অশান্তির সৃষ্টি না করি। আগামী প্রজন্মের ছেলে মেয়েরা যেন বিপদের মুখে না যায় তার দিকে খেয়াল রাখা সবার দায়িত্ব। তাই চলুন নিজের পরিবারে সময় দেওয়ার মাধ্যমে সুন্দর দাম্পত্য জীবন রচনা করার প্রত্যয়ে সবাই এগিয়ে চলি।

পূর্ববর্তী নিবন্ধসম্প্রীতি বাড়াতে
পরবর্তী নিবন্ধকরোনা পরবর্তী বিশ্ব চাইতে পারে