করোনা পরবর্তী বিশ্ব চাইতে পারে

শেখ বিবি কাউছার | রবিবার , ৪ জুলাই, ২০২১ at ৭:০৩ পূর্বাহ্ণ

ছোট্ট একটি ভাইরাস। গোটা পৃথিবীর মানুষকে করে ফেলেছে ঘরবন্দী। সে পার্থক্য করে নি ধনী-গরিব, বড়-ছোট,জাতি, ধর্ম।সবাইকে দেখেছে সমান দৃষ্টিতে। ভাবতেই অবাক লাগে। তবে এই ভাইরাসের মহামারী কবে শেষ হবে তা কারো জানা নেই। কিন্তু এটা নিশ্চিত, করোনা পরবর্তী বিশ্ব অনেকটাই পাল্টে গেছে বা সামনে আরো যাবে। পৃথিবীর সবাইকে অভ্যস্ত হয়ে উঠতে হবে নতুন স্বাভাবিক জীবনে। এতে অনেক মানুষ চাকরি হারাবে। চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো নতুনদের নিয়োগ দিবে অনেক ভেবে চিন্তে। ফলে ধরে নেয়া হচ্ছে করোনা পরবর্তী চাকরির বাজার হচ্ছে বা হবে কঠিন থেকে কঠিনতর। এই কঠিন চাকরির বাজারে টিকে থাকতে পারবে যোগ্যরাই। আবার যোগ্যতার পাশাপাশি প্রমাণ দিতে হবে নানা প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতার। তাই সামনে প্রযুক্তিগত দক্ষতা ছাড়া টিকে থাকা হবে কঠিন।
তাই তরুণদের( ক্ষেত্র বিশেষে সবার জন্য প্রয়োজন) বলতে চাই আপনি যে প্রতিষ্ঠানেই চাকরি করতে চান কিংবা উদ্যোক্তা হতে চান না কেন আপনাকে প্রযুক্তিতে দক্ষ হতে হবে। মনে রাখবেন প্রযুক্তিগত দক্ষতা না থাকা মানে জীবন যুদ্ধে নেমেছেন ঢাল-তলোয়ারবিহীন। সামনে বাংলা,ইংরেজি ভাষার পাশাপাশি তৃতীয় একটি ভাষা যুক্ত হতে যাচ্ছে তাহলো কোডিং (কম্পিউটারের ভাষা)। নতুন প্রজন্মকে এই ভাষার উপর দক্ষ করে তুলতে হবে। এই দায়িত্ব নিতে হবে আমাদেরকেই।

পূর্ববর্তী নিবন্ধচলুন নিজেদের দাম্পত্য জীবনকে সুন্দর করি
পরবর্তী নিবন্ধস্মরণের আবরণে হাজী মো. জাকারিয়া