এপিক হেলথ কেয়ারের সাথে স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩৯তম ব্যাচ। ৩৯তম ব্যাচের কার্যনির্বাহী কমিটির সভাপতি রাশেদ এইচ চৌধুরী ও এপিক হেলথ কেয়ারের এক্সিকিউটিভ ডাইরেক্টর সেলস এন্ড মার্কেটিং টি এম হান্নান চুক্তিতে স্বাক্ষর করেন।
উপস্থিত ছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী, ব্যাংকার আবু মোহাম্মদ তৌসিফ রেজা, ব্যাংকার মো. অহিদুল আলম সুমন ইফতেখার, আইনজীবী মো. আশরাফ ফয়েজ জুয়েল ও এপিকের পক্ষে ডিরেক্টর বিজনেস ডেভলাপমেন্ট জসিম উদ্দিন, এজিএম সেলস এন্ড মার্কেটিং আমিরুল ইসলাম, কর্পোরেট বিজনেস এন্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ম্যানেজার জহির রায়হান ও এসিস্ট্যান্ট ম্যানেজার, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।এই চুক্তির ফলে ৩৯ ব্যাচ পরিবার এপিক হেলথ কেয়ারের সকল সেবায় বিশেষ সুবিধা ভোগ করবেন।












