চবি উপাচার্যের সাথে চলচ্চিত্র নির্মাতা আমীরুল আরহামের মতবিনিময়

| বুধবার , ২২ জুন, ২০২২ at ১১:১৩ পূর্বাহ্ণ

ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা ও কবি আমীরুল আরহাম গতকাল মঙ্গলবার চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সাথে উপাচার্যের অফিস কক্ষে মতবিনিময় করেন।

এ সময় উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, শাহ জালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দীন, নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন, নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ ও প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ও সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, এ চলচ্চিত্র নির্মাতা বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয়।

উপাচার্য এ চলচ্চিত্র নির্মাতাকে তাঁর কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএনএসইউ থেকে সনদ নিলো উইম্যান চেম্বারের ৩৯ উদ্যোক্তা
পরবর্তী নিবন্ধবর্জ্য ফেলায় জলাবদ্ধতা কাউকেই ছাড় নয়