চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বরণ ও বিদায় সংবর্ধনা

| শুক্রবার , ২৩ ডিসেম্বর, ২০২২ at ৬:৪১ পূর্বাহ্ণ

চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. সুজিত কুমার দত্তের সভাপতিত্বে এতে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন উক্ত বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রফেসর ড. এম ইমদাদুল হক। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন আহম্মদ। বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম ও অধ্যাপক ফারিহা জেসমিন।

উপ-উপাচার্য বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে হলে জ্ঞানার্জনের বিকল্প নেই। সময়ের প্রতি নিষ্ঠাবান থেকে শিক্ষকবৃন্দের আদেশ-উপদেশ ও পরামর্শ মেনে শিক্ষাজীবনের প্রতিটি মুহুর্তকে কাজে লাগানোর জন্য তিনি নবীন শিক্ষার্থীদের পরামর্শ প্রদান করেন।

তিনি বিদায়ী শিক্ষার্থীদেরকে তাদের অর্জিত জ্ঞান দেশ-জাতির কল্যাণে নিবেদন করার আহবান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোহানুর রহমান শুভ ও জান্নাতুল নাঈম বর্ষা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৬তম ব্যাচের মিলন মেলা কাল
পরবর্তী নিবন্ধবাঁশখালীর খানখানাবাদে নাগরিক সংলাপ