চবির মূল ফটকে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের দুই ঘণ্টা অবস্থান

তিন দাবিতে একাট্টা সাত উপ গ্রুপ

চবি প্রতিনিধি | সোমবার , ১২ সেপ্টেম্বর, ২০২২ at ৪:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটিতে যোগ্যদের মূল্যায়ন করে কমিটি বর্ধনের দাবিতে আন্দোলন করেছে পদবঞ্চিতরা। তিন দাবিতে আন্দোলনে একাট্টা হয়েছে শাখা ছাত্রলীগের সাতটি উপ গ্রুপ। এ সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে টায়ার জ্বালিয়ে অবস্থান করে তারা। এতে আটকে পড়েন শহরগামী শিক্ষকরা। বিঘ্ন ঘটে চলাচলে।
গতকাল রবিবার দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের
জিরো পয়েন্টে মূল ফটকের সামনে এ আন্দোলন শুরু হয়। ঘণ্টাখানেক পর ফটক খুলে দেওয়া হয়।
আন্দোলনকারীদের দাবি- পদবঞ্চিতদের মূল্যায়ন করে ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের কমিটিতে অন্তর্ভুক্তকরণ। কমিটিতে স্থান পাওয়া নেতাদের যোগ্যতা অনুসারে পদগুলোর পুনঃমূল্যায়ন এবং কমিটিতে পদপ্রাপ্ত বিবাহিত, চাকরিজীবী ও দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন উপগ্রুপের পদবঞ্চিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া গত ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে বিক্ষুব্ধ উপগ্রুপগুলো মানববন্ধন কর্মসূচি পালন করে। গ্রুপগুলো হলো- ভিএঙ, বাংলার মুখ, রেড সিগন্যাল, একাকার, কনকর্ড, এপিটাফ ও উল্কা। এর আগে গত ১০ আগস্ট সংবাদ সম্মেলন করে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর প্রতি অনাস্থা জানান ৯৪ জন পদধারী নেতা। এ নিয়ে ভিএঙ গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, আমরা এ সব আন্দোলনের মাধ্যমে সতর্কবার্তা দিচ্ছি। দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য অবরোধ করা হবে। আমরা চাই আমাদের অভিভাবক হিসেবে কেন্দ্রীয় কমিটি বিষয়গুলো সমাধান করবে। সংগঠনে আমাদের অধিকার আছে।

পূর্ববর্তী নিবন্ধকমিটি সংস্কার চায় পদবঞ্চিতরা, বার বার আন্দোলন অবরোধ
পরবর্তী নিবন্ধইউপি সচিবের পাশাপাশি কলেজ শিক্ষকও তিনি