চবি’র পরিবহন সংকটের সমাধান চাই

| সোমবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০০ পূর্বাহ্ণ

দেশের অন্যতম স্বনামধন্য বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শহর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বেশ খানিকটা দূরে অবস্থিত। শহর থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেন। এই শাটল ট্রেনে করে ক্যাম্পাসে আসা যাওয়া করেন কয়েক হাজার শিক্ষার্থী। কিন্তু দীর্ঘদিন ধরে নয় জোড়া শাটল ট্রেনের মধ্যে পাঁচ জোড়াই বন্ধ রয়েছে। এর ফলশ্রুতিতে চরম বিপাকে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। ইতিমধ্যেই ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের আগমন ঘটেছে। নবীন ও পুরাতন শিক্ষার্থীদের চাপে ট্রেনগুলো কানায় কানায় পূর্ণ থাকে। আর গরমের সময়ে ট্রেনের কামরা গুলো এক একটি অগ্নিগর্ভে পরিণত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ থেকে নতুন ট্রেন সংযোজনের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে বিপরীত ঘটনা ঘটছে, পুরাতন যেগুলো চলত সেগুলোর অধিকাংশই বন্ধ করে দেয়া হয়েছে। আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ চবি’র দীর্ঘদিনের এই পরিবহন সংকট দূর করতে যথাযথ পদক্ষেপ নিবেন।

শেখ রফিকউজ্জামান
শিক্ষার্থী,
রাজনীতি বিজ্ঞান বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধকাব্যেই প্রাণ