কাব্যেই প্রাণ

মিতা পোদ্দার | সোমবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০১ পূর্বাহ্ণ

তোমরা কি একটা কবিতা শুনবে?
যে কবিতায় হস্তক্ষেপ করলে,
হাজারো কবির ভাষা ফুরিয়ে যাবে।

তোমরা কি একটা কবিতা শুনবে?
যে কবিতায় কবিতা পিপাসুরা
কবিতার মূলভাব খুঁজতে গিয়ে
দিশেহারা হয়ে পড়বে।

তোমরা কি একটা কবিতা শুনবে?
যে কবিতায়,
কবিদের তৃষ্ণার্ত আলাপন থাকে
ভালোবাসায় থাকে অমৃত সুধা

তোমরা কি একটা কবিতা শুনবে?
যে কবিতায়, রবীন্দ্র, নজরুল, মাইকেলের
হৃদয়ের গভীরতা উঠে ফুটে,
কাল ক্রমের নিশি দিশিতে
স্মৃতি স্মরণেই বেলা কাটে।

যে কবিতা অনুপ্রাণিত করে
শতধাপ পার হতে,
যে কবিতা, অনুভূতি জাগাবে
হাজার স্মৃতি পটে।

তোমরা কি একটা কবিতা শুনবে?
যে কবিতায়,
অতীতগুলো স্মৃতিকাতর হয়ে
ভালোবাসায় মিশে যাবে।

পূর্ববর্তী নিবন্ধচবি’র পরিবহন সংকটের সমাধান চাই
পরবর্তী নিবন্ধসড়কে মৃত্যুর মিছিল