চবিতে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক প্রশিক্ষণ

| বুধবার , ২৫ মে, ২০২২ at ১১:২৩ পূর্বাহ্ণ

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নের আলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘ সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক প্রশিক্ষণ’ এর তৃতীয় পর্ব গত ২৩ মে ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাশ রুমে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে।

সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন। উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। রিসোর্স পার্সন ছিলেন চবি পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী এবং লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক ও ড. মো. আফতাব উদ্দীন। উপ-উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে সততা, নৈতিকতা, সময়ানুবর্তিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার নিরিখে স্ব স্ব অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। তিনি আরো বলেন, সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হলে দক্ষতা বৃদ্ধির কোন বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তৃতীয় পর্বের এ ওয়ার্কসপে চবি বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ এবং অফিস প্রধানবৃন্দ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও ভূমি অফিসে বিশেষ সেবা প্রদান
পরবর্তী নিবন্ধমহেশখালীতে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার