চান্দগাঁও ভূমি অফিসে বিশেষ সেবা প্রদান

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ মে, ২০২২ at ১১:২২ পূর্বাহ্ণ

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে নগরীর চান্দগাঁও সার্কেল ভূমি অফিসে সেবা প্রত্যাশীদের বিশেষ সেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে নামজারি আবেদন গ্রহণ এবং প্রদান, মিস মামলার নিষ্পত্তি, খতিয়ান ও আদেশের নকল প্রদান ও কারণিক ভূলের সংশোধন।

গতকাল সকাল থেকে সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা নিজে উপস্থিত থেকে সেবা গ্রহীতাদের এসব সেবা দিয়েছেন। মাসুদ রানা বলেন, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে গত ১৯ মে থেকে এ পর্যন্ত ১০০ এর অধিক নামজারির আবেদন গ্রহণ করা হয়। এছাড়া অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সহায়তা করা হয়েছে। ৭৬টি নামজারির খতিয়ান প্রদান, ১০টি মিস মামলার নিষ্পত্তি, ৪৫টি খতিয়ান ও আদেশের নকল প্রদান করা হয়।

এছাড়া ৭টি কারণিক ভূলের সংশোধন করে দেওয়া হয়। তিনি আরো বলেন, সাধারণ মানুষ সরাসরি আমার সাথে কথা বলে সমস্যার সমাধান পাচ্ছেন। দালাল না ধরে নিজে এসে সমস্যা সমাধান করুন। সর্বস্তরের মানুষের জন্য আমার দরজা সবসময় খোলা।

পূর্ববর্তী নিবন্ধঢাবির সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে নীল ৩২, সাদা ৩
পরবর্তী নিবন্ধচবিতে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক প্রশিক্ষণ