চবিতে সাংবাদিককে হেনস্তার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ অক্টোবর, ২০২২ at ১১:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক সাংবাদিককে হেনস্তার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও বগিভিত্তিক উপগ্রুপ সিএফসির নেতা নাছির উদ্দিন সুমনের বিরুদ্ধে। হেনস্তার শিকার গিয়াস উদ্দিন বেসরকারি টেলিভিশন এনটিভির চবি প্রতিনিধি। গত সোমবার বিকালে চবি প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী গিয়াস।

গিয়াস আজাদীকে বলেন, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কাজে চবি প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে যায়। সেসময় শাখা ছাত্রলীগের সহসভাপতি নাছির উদ্দিনসহ অন্যান্য ছাত্রলীগ নেতারা ভিসি অফিসের অভ্যর্থনা কক্ষে বসা ছিলেন। অভ্যর্থনা কক্ষ পেরিয়ে সামনের কক্ষে ঢুকতে গেলে নাছির উদ্দিন আমাকে চোখ রাঙিয়ে ভেতরে যেতে নিষেধ করেন। এ সময় দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। নিষেধের কারণ জানতে চাইলে অকথ্য ভাষায় সুমন নাছির তাকে গালাগালি এবং মারমুখী আচরণ করেন বলে জানান গিয়াস।

পূর্ববর্তী নিবন্ধনৌকার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধদালালদের শাস্তি নিশ্চিতে প্রশাসনকে উদ্যোগী হওয়ার পরামর্শ