চবিতে বন্যপ্রাণী উৎসব

| মঙ্গলবার , ১২ মার্চ, ২০২৪ at ১১:০৭ পূর্বাহ্ণ

বিশ্ব বন্যপ্রানী দিবস উপলক্ষ্যে ‘মানুষ ও ধরিত্রীর বন্ধন বন্যপ্রাণী সংরক্ষণে ডিজিটাল উদ্ভাবন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে চবি ও চিটাগং ইউনিভার্সিটি বার্ড ক্লাবের উদ্যোগে জীব বিজ্ঞান অনুষদ অডিটরিয়ামে গতকাল সোমবার বন্যপ্রাণী উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. তৌহিদ হোসেন। প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের সুপারনিউমেরারি প্রফেসর ড. মো. ফরিদ আহসান। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. যাদব কুমার বিশ্বাস। পূর্বাহ্নে উপউপাচার্যের নেতৃত্বে ‘বন্যপ্রাণী উৎসব’ উপলক্ষে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানে চবি প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষকবৃন্দ, চিটাগং ইউনিভার্সিটি বার্ড ক্লাব নেতৃবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরমজানে সিএসইতে লেনদেনের সময়সূচি পরিবর্তন
পরবর্তী নিবন্ধস্মার্ট দেশ গড়তে নারী প্রকৌশলীদের ভূমিকা জোরালো করতে হবে