চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ১১ জানুয়ারি, ২০২১ at ৭:০৮ পূর্বাহ্ণ

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেঙে ৩০ শয্যায় অত্যাধুনিক সেন্ট্রাল অঙিজেন সিস্টেম চালু হয়েছে। রোটারী ক্লাব অব চিটাগাং মেরিন সিটির সহায়তায় চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেঙে সেন্ট্রাল অক্সিজেন চালু উপলক্ষে গতকাল রোববার বিকেলে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।
এসময় তিনি বলেন, চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেঙে ৩০ শয্যায় সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হওয়ায় হাসপাতালটি মফস্বল পর্যায়ে একটি মাইলফলক হয়ে থাকবে। এখন চন্দনাইশের মানুষ ঘরে বসেই সেন্ট্রাল অঙিজেনের মাধ্যমে সেবা পাবেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন হোসাইন চৌধুরীর সভাপতিত্বে ও ক্যাপ্টেন ফয়সাল আজিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি, লে. গভর্নর রোটারিয়ান মো. শহিদুল্লাহ, লিয়াকত আলী, আফতাব উদ্দীন, ইঞ্জিনিয়ার মাহামুদুন্নবী, ক্যাপ্টেন আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আদিল সাফায়েত হোসেন, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রাশেদ, কনসালটেন্ট ডা. জয় দত্ত বড়ুয়া, ডা. কাজী শামীম আল মামুন, ডা. কুনছু আকতার, শিক্ষক ফৌজুল আজিম, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচলে গেলেন জেলার কৃতী ফুটবলার ফখরুল ইসলাম টিটু
পরবর্তী নিবন্ধনজির আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ