চন্দনাইশে শুক্লাম্বর দীঘির মেলা সম্পন্ন

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জানুয়ারি, ২০২৪ at ৯:৩১ পূর্বাহ্ণ

চন্দনাইশের ঐতিহ্যবাহী শুক্লাম্বর দীঘির মেলা গতকাল ১৫ জানুয়ারি দিনব্যাপী পূজা অর্চনার মধ্যদিয়ে সম্পন্ন হয়। প্রতিবছর এই দিনে উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুড়ি এলাকার শুক্লাম্বর দীঘির পাড়ে বসে এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলা। মেলা উপলক্ষে ভোর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পূজারীরা আসেন মনোবাসনা পূরণের মানত নিয়ে। জানা যায়, প্রায় ৫০০ বছর পূর্বে শ্রী শুক্লাম্বর ভট্টাচার্য্য ত্রিপাঠি ভারতের নদীয়া থেকে চন্দনাইশের বাইনজুরী গ্রামে আসেন। তিনি নিজে দীঘিরপাড়ে অশ্বত্থ গাছের চারা রোপণ করে সেখানে শক্তির আরাধনা শুরু করেন। কঠোর আরাধনায় তিনি ত্রিপুরা দেবীর কৃপা ও অশ্বত্থমূলেই সিদ্ধি লাভ করেন। পরবর্তীতে সেখানে খনন করেন বিশাল দীঘি। কালক্রমে যা শুক্লাম্বর দীঘি নামে পরিচিতি পায়। এই দীঘিকে ঘিরেই সনাতনী সমপ্রদায়ের লোকজনের বিশ্বাস, যে কোনো মনোবাসনা নিয়ে শুক্লাম্বর দীঘির জলে স্নান করলে মনোবাসনা পূরণ হয় এবং পবিত্রতা অর্জন করা যায়। এ বিশ্বাসেই মানত নিয়ে প্রতি বছর এই মেলাই আসেন হাজার হাজার সনাতনী সমপ্রদায়ের নারীপুরুষ। মেলায় আগত সনাতনী সম্প্রদায়ের লোকজন প্রথমেই দীঘির জলে স্নান করেন। এরপর বিভিন্ন মনোবাসনা নিয়ে দিনভর তারা দীঘিরপাড়ে অশ্বত্থগাছের ডালে কবুতর উড়িয়ে দেন, কেউ কেউ বাঁধেন রঙিন সুতো, দীঘির জলে দুধ ঢালেন অনেকেই। আবার অনেকেই শিশুদের মাথা ন্যাড়া করেন।

পূর্ববর্তী নিবন্ধশঙ্খের পাড় থেকে মাটি কাটার সময় স্কেভেটর ও দুটি ট্রাক জব্দ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা