চন্দনাইশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

চোলাই মদ উদ্ধার

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ মার্চ, ২০২১ at ৭:৪৪ পূর্বাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ২ জনের কাছ থেকে ১০ লিটার পাহাড়ি চোলাই মদ উদ্ধার করা হয়। মদ পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, মদ পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে চন্দনাইশ থানার একদল পুলিশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের উত্তর সৈয়দাবাদ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১০ লিটার পাহাড়ি চোলাই মদসহ ২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- ধোপাছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম ধোপাছড়ি শান্তিরবাজার এলাকার মৃত ফজল আহমদের পুত্র সাজ্জাদ হোসেন প্রকাশ সাবু (২০) ও একই এলাকার আবদুর রহমানের প্রকাশ সোনা মিয়ার পুত্র আবদুল আজিজ প্রকাশ আকাশ (২১)। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। একইরাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে জিআর মামলার পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো হাশিমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বড়পাড়া এলাকার মৃত আবদুল হাকিমের পুত্র নাজিম উদ্দিন (৩৮), দোহাজারী পৌরসভার ৯নং ওয়ার্ড পূর্ব দোহাজারী রেলস্টেশনস্থ বার্মা কলোনি এলাকার শহিদুল ইসলাম প্রকাশ শহিদের পুত্র সোহেল (২১) এবং উপজেলার বৈলতলী ইউনিয়নের দক্ষিণ জাফরাবাদ এলাকার মৃত ফয়েজুর রহমানের পুত্র আলমগীর (৬৫)।

পূর্ববর্তী নিবন্ধ‘৭ই মার্চের ভাষণ ছিল বাঙালির মনের কথা’
পরবর্তী নিবন্ধরাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু