চন্দনাইশে নারী ও শিশু নির্যাতন মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ১৫ মার্চ, ২০২৩ at ১০:২২ পূর্বাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ২ জন মাদক কারবারী এবং গ্রেপ্তারি পরোয়ানামূলে ২ জনসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার পুলিশ বিশেষ এ অভিযান চালায়। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে চন্দনাইশ থানার একদল পুলিশ গত সোমবার সন্ধ্যায় ৯নং ওয়ার্ড পশ্চিম চর বরমা এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার আনোয়ারুল ইসলামের পুত্র মো. আলমগীরের বসত ঘর থেকে ১৬০ পিস ইয়াবা, ১৩০ গ্রাম গাঁজা ও ১০৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে। এ ঘটনায় মো. আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ।

একইদিন বরকল ইউনিয়নের ৮নং ওয়ার্ড পাঠানদন্ডি এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ রূপন দাশ (৪০) কে গ্রেপ্তার করে। সে ওই এলাকার মৃত ধনা সর্দারের পুত্র। এছাড়া বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ এলাকায় অভিযান চালিয়ে মৃত কামাল উদ্দীন চৌধুরীর পুত্র আসামী মো. দিদারুল রহমান চৌধুরীকে গ্রেপ্তার করে।

এদিকে পুলিশদল গতকাল মঙ্গলবার ভোররাতে ধোপাছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড পূর্ব ধোপাছড়ি শামুকছড়ি এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী মোহাম্মদ ইসলামকে (৩৫) গ্রেপ্তার করে। ধৃত ইসলাম ওই এলাকার ছৈয়দ আলমের পুত্র। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, মাদক উদ্ধারের ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত ৪ আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিবিইউএফটির ১ম ব্যাচের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধমনজুর আলমের সাথে বারুনীস্নান উদযাপন পরিষদের মতবিনিময়