চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের হেলথ ক্যাম্প

| শনিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ও ডায়বেটিস নির্ণয় ক্যাম্প নগরীর ৮নং শুলকবহর ওয়ার্ডস্থ ষোলশহর রেলস্টেশনে গতকাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় শতাধিকের বেশি রোগীর জন্য এই ক্যাম্প পরিচালিত হয়।

 

চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের সভাপতি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার তত্ত্বাবধানে এই হেলথ ক্যাম্পে শিশুরোগ, মেডিসিন ও ডায়বেটিস জনিত বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

এসময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ দুস্থ ও মধ্যবিত্তদের জন্য এই সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই ক্যাম্প সমূহতে প্রতিনিয়ত আমরা স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন টেকনোলজি সংযোজন করে চলছি।

এই সময় ক্যাম্পে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ডা. সামিউল ইসলাম, ডা. সৈকত বড়ুয়া, ডা. মোতাহার হোসেন শাওন, বাবলা সৈকত সরকার, ইঞ্জি. অজয় কর, ফারুক চৌধুরী ফয়সাল সেবা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ট্রাকচালক বেলাল হত্যাকাণ্ডে চারজনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধখেলাঘর উত্তর জেলার সভা