চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ

| রবিবার , ৫ ডিসেম্বর, ২০২১ at ১১:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের উদ্যোগে ৩০ দুস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ ও ১৬ আজীবন সদস্যদের সম্মাননা অনুষ্ঠান গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ। চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের নির্বাহী পরিচালক সিরাজুল করিম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট চেয়ারম্যান মো. ইসকান্দর আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন পরিচালক মোহাম্মদ হারুণ শেঠ, প্রকৌশলী শেখ এহছানুল হক চৌধুরী, জাহাঙ্গীর আলম, মো. মাহতাব উদ্দিন, এম.এ. সবুর, জয়নাল আবেদীন, আ ন ম আবদুস শাকুর। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সেবা কার্যক্রম জোরদার করে সমাজের সাধারণ ও দুস্থ মানুষদের ভাগ্য পরিবর্তন করা সম্ভব।
এক্ষেত্রে সামাজিক সংগঠন চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট দীর্ঘ দুই যুগ ধরে চট্টগ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদের সরকারের পাশাপাশি সমাজের অসহায় মানুষদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। সভাপতির বক্তৃতায় মো. ইসকান্দর আলী চৌধুরী ট্রাস্টের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের ট্রাস্টের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা প্রত্যাশা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও খাজা রোডে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতির পদ স্থগিত