চট্টগ্রাম জেলা নৌ স্কাউটে নৌ কাব কার্নিভাল

| রবিবার , ২৫ জুন, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা নৌ স্কাউটসের উদ্যোগে নৌ কাব কার্ণিভাল২০২৩ গত শুক্রবার নগরীর নেভি এ্যাংকরেজ স্কুল ও কলেজ চট্টগ্রামের মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কার্ণিভালের উদ্বোধন ঘোষণা করেন বানৌজা ঈসা খান চট্টগ্রামের অধিনায়ক ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী। সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ চট্টগ্রামের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কমান্ডার জাকারিয়া পারভেজ। কার্নিভাল চীফ হিসেবে দায়িত্ব পালন করেন সাব লেফটেন্যান্ট জেলা সচিব চট্টগ্রাম জেলা নৌ স্কাউটসের এম আসলাম খান। প্রোগ্রাম চিফ হিসেবে দায়িত্ব পালন করেন মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন মশিউর রহমান। এছাড়াও উক্ত কাব কার্ণিভাল অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা নৌ স্কাউটস এবং কাপ্তাই জেলা নৌ স্কাউটস এর জেলা কাব স্কাউট লিডার, জেলা স্কাউট লিডার, জেলা রোভার লিডার, ইউনিট লিডার, সহকারী ইউনিট লিডার ও স্বেচ্ছাসেবক রোভারসহ সর্বমোট ৩০০ জন কাব স্কাউট অংশগ্রহণ করে। কাব স্কাউটবৃন্দ দিনব্যাপী মোট ১২ টি আনন্দদায়ক চ্যালেঞ্জে অংশগ্রহণ করে। এরমধ্যে মৎস্য শিকার, বালতিতে বল ছড়া, টার্গেট শাপলা, সেতু পারাপার, চিহ্নস্পর্শ করো, দ্রৌপদী উদ্ধার, ব্যাডেন পায়েল, টার্গেট হিট, ফান এন্ড গেইম, ভারসাম্য রক্ষা, কপালে টিপ, বালতিতে কয়েন নিক্ষেপ সহ রোমাঞ্চকর সব প্রোগ্রাম উপভোগ করে। কাব কার্নিভাল এর অংশগ্রহণকারী কাব স্কাউটদের মধ্যে সর্বোচ্চ কয়েন সংগ্রহকারী উপদল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দল হিসাবে বিজয়ী অর্জন করে। পরিশেষে সার্টিফিকেট প্রদান এবং বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাইভেটকারে ২০ কেজি গাঁজা ও এক হাজার লিটার চোলাই মদ
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে