চট্টগ্রামে ১৪ উপজেলায় নতুন রোগী নেই

| সোমবার , ৭ মার্চ, ২০২২ at ৮:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ১৫ উপজেলার ১৪ টিতে করোনাভাইরাসে সংক্রমিত কোনো রোগীর সন্ধান মেলেনি। এ সময়ে হাটহাজারী উপজেলার একজনসহ ১২ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণ হার ০ দশমিক ৮৫ শতাংশ। করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ২৪ ঘণ্টার রিপোর্টে এসব তথ্য জানা যায়। খবর বাসসের।
প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, এন্টিজেন টেস্ট ও নগরীর দশ ল্যাবে গতকাল চট্টগ্রামের ১ হাজার ৪০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন পজিটিভ ১২ জনের মধ্যে শহরের বাসিন্দা ১১ জন ও হাটহাজারী উপজেলার ১ জন।

পূর্ববর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংকের ৩৫৫তম বোর্ড সভা
পরবর্তী নিবন্ধতথ্যের গোপনীয়তার সংস্কৃতি হতে বের হয়ে আসতে হবে