চট্টগ্রামে সোয়া ১ ঘণ্টা রানওয়ে বন্ধ

বিমানের চাকায় ত্রুটি

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ আগস্ট, ২০২২ at ৬:২১ পূর্বাহ্ণ

একটি প্রশিক্ষণ বিমানের চাকায় ত্রুটি দেখা দেওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে সোয়া এক ঘণ্টার বেশি বন্ধ ছিল। অবশ্য এতে অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইটের যাত্রা বিলম্ব ছাড়া অন্য কোনো সমস্যা হয়নি। সূত্র জানিয়েছে, বাংলাদেশি বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান অবতরণের পর পার্কিংয়ে নেওয়ার সময় চাকা আটকে যায়। তখন এটিকে রানওয়ে থেকে সরানো যাচ্ছিল না। পরবর্তীতে চাকা পাল্টে বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে হ্যাঙারে নিয়ে যাওয়া হয়। আর রানওয়ে খুলে দেওয়া হয়। এর আগে দুপুর ২টা ২৫ মিনিট থেকে ৩টা ৪৫ পর্যন্ত রানওয়েতে বিমান ওঠানামা বন্ধ ছিল। এর ফলে শুধুমাত্র ইউএস বাংলার ঢাকার একটি ফ্লাইট বিকেল আড়াইটার পরিবর্তে বেলা তিনটা পঞ্চাশ মিনিটে যাত্রা করে। এ ছাড়া অন্য কোনো সমস্যা হয়নি বলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত
পরবর্তী নিবন্ধএভাবে জ্বালানির মূল্যবৃদ্ধি মানবিক বিপর্যয় আনবে