চট্টগ্রামে সংক্রমণ ২ শতাংশের নিচে

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আরো ২৭ জন আক্রান্ত হয়েছেন। এসময় ১ হাজার ৫১৩ টি নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণের হার ১ দশমিক ৭৮ শতাংশ। নতুন শনাক্ত ২৭ জনের মধ্যে নগরীর বাসিন্দা ২০ জন এবং পাঁচ উপজেলার ৭ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে রাউজান ও ফটিকছড়িতে ২ জন করে এবং সীতাকুণ্ড, চন্দনাইশ ও বোয়ালখালীতে ১ জন করে রয়েছেন। চট্টগ্রাম জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৩১২ জনে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৭৩ হাজার ৪০৭ জন ও উপজেলার ২৭ হাজার ৯০৫ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮২ জনে। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৭০৮ জন ও উপজেলার ৫৭৪ জন। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ৮৮ জন। এ পর্যন্ত মোট সুস্থতালাভকারীর সংখ্যা ৮৬ হাজার ২৫৭ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১০ হাজার ৪২৬ জন এবং বাসায় চিকিৎসা নিয়েছেন ৭৫ হাজার ৮৩১ জন। একই সময় হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন যুক্ত হয়েছেন ৭৭ জন এবং ছাড়পত্র নিয়েছেন ১০১ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৩৮৬ জন।

পূর্ববর্তী নিবন্ধঘুম থেকে ডেকে নিয়ে কৃষকলীগ নেতাকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধভিআইপি রোডের ‘কান্না’